দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুরে রোববার গভীর রাতে থানা পুলিশ এক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কালো পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে। তবে এই অভিযোগে কাউকে আটক করা যায়নি।
এস আই সুমন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলা বাজারের উত্তর পাশে বাসহাটির নিকট থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
মূর্তিটির ওজন চারকেজি ১৩৮ গ্রাম ও প্রস্থে সাড়ে চার ইঞ্চি। এর মাথা ও পেটের দিকে ভাঙ্গা থাকার কারণে এটি কি মূর্তি তা পরিষ্কার বোঝা যাচ্ছে না তবে এটি মহাদেবের মূর্তি হতে বলে ধারনা করা যাচ্ছে ।
তবে নিচের দিকে একটা লেখা রয়েছে সেটি প্রাচীন কোন ভাষা বা সংস্কৃতি ভাষা হতে পারে সেটি পড়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে জব্দ তালিকায় তৈরি করা হয়েছে এবং সোমবার দিনাজপুর আদালতের মাধ্যমে মূর্তিটি জেলার বিরল উপজেলায় অবস্থিত কান্তজির মন্দিরের জাদুঘরে প্রেরণ করা হবে।
মূর্তিটি ভারতে পাচারের সম্ভাবনা ছিল কিনা নবাগত ওসি নাজমুল হকের নিকট এমন প্রশ্নের জবাবে তিনি এর সম্ভাবনা উড়িয়ে দেননি।