রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

আটপাড়ায় সমাজসেবা কার্যালয়ের সেমিনার অনুষ্ঠিত

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৪ মে ২০২৫, ২১:২৪
আটপাড়ায় সমাজসেবা কার্যালয়ের সেমিনার অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

নেত্রকোনার আটপাড়ায় দারিদ্র বিমোচন ও ক্ষুদ্র উদ্যেক্তা তৈরিতে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়৷

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যলয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, জেলা সমাজ সেবা কার্যালয় নেত্রকোনা উপ-পরিচালক মো. শাহ আলম, ময়মনসিংহ বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আলী হায়দার ভুঁইয়া।

1

সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জালাল উদ্দীন। এসময় উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা বলেন, প্রকৃত সদস্যদের যাচাই বাছাই করে ঋন প্রদানের নির্দেশনা দেন এবং খেলাপি ঋণ আদায়ের জন্য সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য নিদের্শনা প্রদান করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে