রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

নেত্রকোনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৪ মে ২০২৫, ২১:৩৯
নেত্রকোনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স
ছবি : যায়যায়দিন

নেত্রকোনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর উদ্যোগে শনিবার বিকেল ৪টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম রাজিবুল হাসানের সভাপতিত্বে এবং অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার শামসের সঞ্চালনায় কনফারেন্সে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল), সহকারী পুলিশ সুপার (মদন সার্কেল), নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. মাহাবুবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, পিপি অ্যাডভোকেট আবুল হাসেম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ, নেত্রকোনা জেলা কারাগারের জেলার সাদাত হোসেন প্রমুখ। কনফারেন্সে পুলিশ-ম্যাজিস্ট্রেসী বিভাগের সকল কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

1

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে