আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কালিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাটি শনিবার বিকালে চাঁচুড়িতে অনুষ্ঠিত হয়। চাঁচুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হিল্লোল হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি আলহাজ্জ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান,পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি, স,ম রেজা রাব্বি কামাল, সাবেক পৌর সদস্য সচিব, শেখ মনিরুজ্জামান (মনা), সহ-সভাপতি শেখ মনিরুল ইসলাম, সহ-সভাপতি মোল্লা জুয়েল রানা, উপজেলা যুবদলের আহবায়ক কামাল সিদ্দিকী, সদস্য সচিব সরদার আর্মস্ট্রং, শেখ শিহাব উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক স,ম রাকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচিব, সরদার তরিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব জিল্লুর রহমান প্রমুখ।
নড়াইল জেলা বিএনপির সভাপতি ও বিগত সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্জ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আগামী ৩০ শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কালিয়ায় স্মরণকালের সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠান বাস্তবায়নের জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রস্তুুতিসভা উপলক্ষে নড়াইলের কালিয়া এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার কালিয়ার চাঁচুড়ী ইউনিয়নে নড়াইল জেলা বিএনপির সভাপতি ও বিগত সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।