রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

স্পট মার্কেটে দুই সপ্তাহের সর্বোচ্চে এলএনজির দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৫ মে ২০২৫, ১৯:২২
স্পট মার্কেটে দুই সপ্তাহের সর্বোচ্চে এলএনজির দাম
ছবি: সংগৃহীত

এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে। এ বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে নতুন চাহিদা তৈরি, মালয়েশিয়ায় উৎপাদন হ্রাস ও বছরের বাকি সময়ের জন্য মিসরে বাড়তি এলএনজি আমদানির পরিকল্পনা। খবর বিজনেস রেকর্ডার।

1

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় আগামী জুলাইয়ে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১২ ডলার ৪০ সেন্ট, যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এছাড়া এটি আগের সপ্তাহের ১১ দশমিক ৭৫ ডলার থেকে বেড়েছে।

ডাটা বিশ্লেষণ প্রতিষ্ঠান আইসিআইএসের সিনিয়র এলএনজি অ্যানালিস্ট অ্যালেক্স ফ্রোলি বলেন, ‘চলতি মাসের শুরুর দিকে নিম্নমুখী ছিল এলএনজির বাজারদর। সম্প্রতি এ বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। যদিও এখনো এ দাম ফেব্রুয়ারির মাঝামাঝির সর্বোচ্চ দামের তুলনায় অনেক কম।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ও তাইওয়ান থেকে নতুন করে আমদানির আগ্রহ এবং মিসরের বড় আকারে আমদানি পরিকল্পনাই মূল্যবৃদ্ধির মূল কারণ।’

ডাটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান কেপলারের এলএনজি ইনসাইট বিভাগের প্রধান লরা পেজ জানান, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ার খবরও বাজার পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি জানান, অস্ট্রেলিয়ার নর্থ ওয়েস্ট শেলফ প্লান্ট ১৬-২২ মে পর্যন্ত রফতানি কার্যক্রম বন্ধ রেখেছে। অন্যদিকে মালয়েশিয়ার বিনটুলু কমপ্লেক্স থেকে রফতানি ধারাবাহিকভাবে কমছে। এসব কারণে সম্প্রতি এলএনজির দাম বাড়ছে।

আরগাসের হেড অব এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র জানান, মালয়েশিয়ার বিনটুলুতে সাপ্তাহিক সরবরাহ ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। উত্তর-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ইউরোপে তাপপ্রবাহের পূর্বাভাস শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার চাহিদা বাড়িয়ে দিতে পারে। ফলে সামনের দিনগুলোয় মূল্যবৃদ্ধির ঝুঁকি রয়েছে।

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস গত বৃহস্পতিবার জুলাইয়ের সরবরাহ চুক্তিতে নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) বাজার আদর্শে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম স্থির করেছে প্রায় ১১ ডলার ৬৫ সেন্টে। একই মাসের সরবরাহ চুক্তিতে টিটিএফে প্রতি এমএমবিটিইউ এলএনজিতে ৫৫ সেন্ট ছাড় দেয়া হয়েছে।

আরগাস প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১১ ডলার ৫১ সেন্ট। অন্যদিকে স্পার্ক কমোডিটিজ জুনের সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১১ ডলার ৪৭ সেন্ট।

এদিকে স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানান, আটলান্টিক মহাসাগরীয় পথে এলএনজি পরিবহন ব্যয় চলতি সপ্তাহে দৈনিক ৩২ হাজার ডলারে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় পথে এলএনজি পরিবহন ব্যয় কমে নেমে এসেছে দৈনিক ২০ হাজার ৭৫০ ডলারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে