বেলজিয়ামের ৩৩ বছর বয়সি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন মনে করেন, এখনো তার ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য আছে। সৌদি প্রো লিগ কিংবা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) থেকে প্রস্তাব পেলেও ইতালির লিগ চ্যাম্পিয়ন নাপোলিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইতিহাদ স্টেডিয়ামকে এরমধ্যেই বিদায় জানিয়েছেন। আজ রাতে রোববার (২৫ মে) ফুলহ্যামের মাঠে ম্যাচটি হতে যাচ্ছে কেভিন ডি ব্রুইন ‘সিটিজেন’ জীবনের শেষ অধ্যায়। এক দশক ধরে ম্যানচেস্টার সিটির মাঝমাঠ সামলানো এই বেলজিয়ান তারকা এবার পাড়ি জমাতে চলেছেন ইতালির নাপলস শহরে, যেখানে তাকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে আলাদা রোমাঞ্চ।
৩৩ বছর বয়সি এই মিডফিল্ডার সিটির হয়ে জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও অনেক শিরোপা। কিন্তু সময়ের স্রোতে এক অবিচ্ছেদ্য সম্পর্কের ইতি ঘটতে চলেছে। ডি ব্রুইনার বর্তমান চুক্তি ৩০ জুন শেষ হবে এবং তিনি হবেন ফ্রি এজেন্ট।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ডি ব্রুইন ইতিমধ্যেই নিজের পরবর্তী গন্তব্য চূড়ান্ত করে ফেলেছেন এবং এবারের গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে ইতালির নতুন সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবেন। স্কাই স্পোর্ট ইতালিয়া ও স্পোর্টসইতালিয়াও একই সংবাদ প্রকাশ করেছে।
এছাড়া ট্রান্সফার বিশ্বখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ও মাত্তেও মোরেত্তোর তথ্যমতে, নাপোলি ডি ব্রুইনকে পেতে তিন বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। যেখানে প্রথম দুই মৌসুমে তার বার্ষিক বেতন হবে ৬ মিলিয়ন ইউরো। তবে তৃতীয় মৌসুমে তা কমে দাঁড়াবে ৫ মিলিয়ন ইউরোতে। এছাড়াও ফ্রি এজেন্ট হিসেবে পাবেন ১০ মিলিয়ন ইউরো সাইনিং বোনাস।
সংবাদ অনুযায়ী, মার্কিন ক্লাব শিকাগো ফায়ারসহ আরও কিছু ক্লাব প্রস্তাব দিলেও ডি ব্রুইনের পছন্দ নাপোলি। ফুটবলীয় চ্যালেঞ্জের পাশাপাশি এটি একটি আবেগের সিদ্ধান্তও-কারণ তার বিয়ে হয়েছিল সোরেন্তোতে, যা নাপলসের উপকূলবর্তী এলাকা।