রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিলে আল নজির ফাউন্ডশনের উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে ভ্যান গাড়ী ও শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করা্ হয়েছে।
রোববার ২৫ শে মে বিকালে আল নজির ইসলামিক সেন্টারের মাঠে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব ভ্যানগাড়ি ও পোষাক বিতরন বিতরণ করা হয়।
আল নজির ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা পরিচালক ডঃ শাইখ হারুন আজিজি নদভীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নবনিযুক্ত পরিচালক আল্লামা হাফেজ আবদুল হক দাঃ বারাকাতাহুম।
বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডশনের সাধারন সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা গোলাম কাদের, শিক্ষক মুফতি রিদওয়ানুল হক, সমাজ সেবক জাকারিয়া, শিক্ষক ইস্কান্দর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাওলানা মোঃ ইসমাইল।
সভাপতির বক্তব্য রাখতে গিয়ে আল্লামা শাইখ হারুন আজিজি বলেন আর্তমানবতার সেবায় আল নজির ফাউন্ডেশন দীর্ঘ কাল যাবত অসহায়দের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে কর্মক্ষম মানুষের ভ্যান গাড়ী বিরতন করা হয়েছ। ইতিপূর্বে ও বন্যা দুর্গত মানুষের মাঝে চাউল, ডাউল, তৈল, সহ নানান সামগ্রী বিতরন করা হবে। আগামীতে এই সাহায্য অব্যাহত থাকবে বলে তিনি জানান।