শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

মহেশপুর সীমান্তে ৬০ অনুপ্রবেশকারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
  ২৬ মে ২০২৫, ১৬:২০
মহেশপুর সীমান্তে ৬০ অনুপ্রবেশকারী আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আটক অনুপ্রবেশকারীরা : ছবি যায়যায়দিন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৬০ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে ৫৮ বিজিবি। গত রোববার (২৫ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন কুসুমপুর ও বেনীপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১৯ জন নারী এবং বাকিরা সবাই শিশু রয়েছে। রোববার (২৫ মে) রাত সাড়ে ৯টায়

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক মেইল বার্তায় এ তথ্য জানান।আটকদের মধ্যে খুলনা, নড়াইল, লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দা রয়েছে।

1

আটকরা জানান, ভারতের গুজরাট থেকে নিজ উদ্যোগে বাংলাদেশে ফেরার জন্য সীমান্তে আসেন তারা। পরে বিএসএফের হাতে আটক হন। এক পর্যায়ে সীমান্তে এনে বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। এর পর বিজিবি তাদের আটক করে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটকদের অধিকাংশই জীবননগর থানার এখতিয়ারাধীন এলাকায় আটক হয়েছেন। তাদের জীবননগর থানায় এবং বাকিদের মহেশপুর থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে