শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

পাওনা টাকার জন্য সালিশ বৈঠক, প্রতিবাদ করে প্রাণ গেল যুবকের

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৬ মে ২০২৫, ১৭:০৮
পাওনা টাকার জন্য সালিশ বৈঠক, প্রতিবাদ করে প্রাণ গেল যুবকের
ছবি : যায়যায়দিন

হাওড় অধ্যুষিত ইউনিয়ন মাইজচর। সেই মাইজচর ইউনিয়নের আয়নারগোপ পূর্বপাড়া গ্রামের সংলগ্ন একটি মাদ্রাসার সামনে পাওনা টাকা নিয়ে গত রবিবার একটি সালিশ বৈঠক হয়।

সেই সালিশ বৈঠকে দুই গোষ্ঠীর মধ্যে একটি পক্ষ সালিশানদের উপস্থিতিতে হামলা চালানোর সময় সজীব মিয়া (৪২) প্রতিবাদ করতে গিয়ে তার প্রাণ গেল। সালিশ বৈঠকটি অনুষ্ঠিত হয় গত রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

1

সেই সময় একটি পক্ষের ১০-১২জন লোক সালিশ বৈঠকের মাঝামাঝি সময়ে হামলা চালালে এক জন নিহতসহ চার জন আহত হয়। আহতরা হলেন, নুরুজ্জামান (৪০), আরশ আলী (৪৫), জয়নাল মিয়া (৬০) ও সোয়েভ মিয়া (৪২)। এদের সবাইকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এ খবর পাওয়ার পর বাজিতপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, একটি পক্ষের নিকট অহিদ মিয়া আঠার হাজার টাকা পেত। এই টাকা নিয়ে সালিশ বৈঠক শুরু হয়। এক পর্যায়ে পুলিশ প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌছালে উত্তেজিত এলাকায় শান্তি শৃঙ্খলা বিরাজ করে। একদিন পেরিয়ে গেলেও সজীব মিয়া খুন হওয়ার ঘটনায় থানায় কোন মামলা না হওয়ার কারণে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এলাকার মধ্যে পুলিশ আতঙ্কে অনেকে আয়নারগোপের কচুয়াখলা পূর্বগ্রামের অনেক লোক পালিয়ে গেছে। বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেনকে বারবার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে