বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২

উখিয়ায় ইয়াবা পাচার মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

উখিয়া ( কক্সবাজার) প্রতিনিধি
  ২৬ মে ২০২৫, ১৭:৪১
উখিয়ায় ইয়াবা পাচার মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: প্রতিকী

কক্সবাজারের উখিয়ায় ইয়াবার চালান পাচার মামলায় সৈয়দুল হক নামের একজন মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ মে) কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক নিশাত সুলতান এই রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ)/৩৮ ধারা অনুযায়ী আসামিকে দোষী সাব্যস্ত করা হয়।

দণ্ডপ্রাপ্ত সৈয়দুল হক উখিয়ার পালংখালীর হাকিমপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আহম্মদ হোসেন ।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ১৯ হাজার ইয়াবা সহ সৈয়দুল হককে গ্রেফতার করে। এ ব্যাপারে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

যার মামলা নম্বর এস টি ৬৬৮/২৩। মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে