নাটোর শহরে আলাইপুরে ভাই ভাই বেডিং হাউজ নামে একটি দোকান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২/১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দোকান মালিক জানিয়েছেন।
সোমবার ২৬ মে সকালে শহরের আলাইপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকালে হঠ্যৎ করে দোকানে আগুনের সূত্রপাত হয়।
এসময় দ্রুত দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে নাটোর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থল আসেন। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং স্থানীয়দের চেষ্টায় আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে ১০/১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সেই সঙ্গে দোকানে থাকা নগদ ৪০ হাজার টাকা পুড়ে যায়।
দোকানে ফোম, তুলা, পর্দার কাপড়চোপড়সহ দাহ্য পদার্থ ছিল। দোকানের মালিক শহিদুল ইসলাম জানান, সকালে হঠ্যৎ দোকানে আগুনের সূত্রপাত হয়।
এতে দ্রুত আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে ভিতরে সবকিছু পুড়ে যায়। এতে আমার ১২/১৫ টাকার ক্ষতি হয়েছে। তবে ধারণা করছি, সিগেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তার হামিদ বলেন, ‘দোকান মালিকের ফোন পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌছাঁই। এসে দুইটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে দোকানের সবকিছু পুড়ে গেছে। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমান জানতে আমাদের কর্মীরা কাজ করছে।’