বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

আখাউড়ায় ভিজিডির চাল বিতরণ উদ্বোধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ২৭ মে ২০২৫, ১৫:১১
আখাউড়ায় ভিজিডির চাল বিতরণ উদ্বোধন
আখাউড়ায় চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জি.এম. রাশেদুল ইসলাম। ছবি: যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিওবি (ভিজিডি) ৫ মাসের চাল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জি.এম. রাশেদুল ইসলাম।

দক্ষিণ ইউনিয়নে ১৩৯ জন কার্ডধারী ভাতাভোগীদের মাঝে জনপ্রতি মাসিক ৩০ কেজি করে ৫ মাসের ৫ বস্তায় দেড়শ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ১ হাজার ৩১৮ জন কার্ডধারী নারীকে চাল দেওয়া হবে। এরমধ্যে আখাউড়া উত্তর ইউনিয়ন ১৪৫ জন, মোগড়া ইউনয়ন ৩৪১ জন, মনিয়ন্দ ইউনিয়ন ৩০৬ এবং ধরখার ইউনিয়ন ৩৮৭ জন।

চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ, প্যানেল চেয়ারম্যান আয়েত আলী ভূইয়া, মহিলা বিষয়ক অফিসের হিসাব রক্ষক মোঃ আতাউর রহমান, ইউপি সদস্য আব্দুর রহিম মিয়া, কালু মিয়া, জাহের মিয়া প্রমুখ।

মহিলা বিষয়ক অফিসের হিসাব রক্ষক মোঃ আতাউর রহমান বলেন, ৫ মাসের চাল একসাথে দেওয়া হয়েছে। প্রতি মাসে ৩০ কেজি করে। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জি.এম. রাশেদুল ইসলাম স্বচ্ছতার সাথে চাল বিতরণ করার নির্দেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে