বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

পাংশায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পাংশা (রাজবাড়ী প্রতিনিধি
  ২৭ মে ২০২৫, ১৫:১৩
পাংশায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ছবি : যায়যায়দিন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগাম রাজবাড়ী জোন’র আওতায় পাংশা ব্রাঞ্চে’র সার্বিক ব্যবস্থাপনায় সিএসএস এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় বেভারেন্ড পল মুন্সী মহোদয়ের স্বরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে এমএফপি উপকার ভোগী মা ও শিশু হেলথ চেকআপ ও ব্যবস্থাপত্র গ্রহণ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন বয়সের রোগীরা সেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পাংশা শাখার অবসর প্রাপ্ত প্রিন্সিপ্যাল অফিসার বিমল কুমার মজুমদার, সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার শামিম উর রহমান,একাউন্টস এন্ড মনিটরিং অফিসার বস্কিম চন্দ্র বর্মণ, সিএসএস এর পাংশা ব্রাঞ্চ ম্যানেজার পার্থ সাহা প্রমুখ।

দিন ব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন রাজবাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’র মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডাঃ মোঃ নেয়ামত উল্লাহ। সিএসএস এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় বেভারেন্ড পল মুন্সী মহোদয়ের স্বরণে দেশের প্রতিটি ব্রাঞ্চের উদ্দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে