জনগণ সরকারের দ্বারে দ্বারে ঘুরবে না, সরকার জনগণের দুয়ারে আসবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, আমরা কেউ ভালো নেই, তারপরও একত্রে যদি চেষ্টা করি অবস্থা পরিবর্তনের জন্য, তাহলে ভালো দিন ফিরিয়ে আনার জন্য আমাদের ভালো থাকতে হবে। আমি একজন উপদেষ্টা হিসাবে আপনাদের কাছে এসেছি। সরকার জনগনের দ্বারে আসবে, জনগণ সরকারের দ্বারে দ্বারে ঘুরবে না। আর এটাই হওয়া উচিত।
আজ মঙ্গলবার (২৭ মে)) ঝিনাইদহ জেলার স্থানীয় জেলে ও বাঁওড় মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সকাল ১১টায় ঢাকা থেকে সড়ক পথে ঝিনাইদহের কোটচাঁদপুর বলুহর বাঁওড়ে আসেন উপদেষ্টা ফরিদা আখতার। বাঁওড় পরিদর্শন শেষে দুপুর ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে জেলার স্থানীয় জেলে ও বাঁওড় মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় উপদেষ্টা ফরিদা আখতার স্থানীয় রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা অসহায় জেলে পরিবারের দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন। এ জন্য ধন্যবাদ জানাই। তবে এই অসহায় জেলে পরিবারের জন্য হাওড় বাঁওড়ের ইজারা প্রথা বাতিলের দাবি রাজনৈতিকভাবে জাতীয় পর্যায়ে তুলে ধরতে হবে।’
তিনি বলেন- তরুণ প্রজন্ম আমাদের অনেক কিছু শিখিয়েছে। আপনারা দেশের অন্য সমস্যার কথা বলছেন, ফ্যাসিবাদ সরকার জেলেদের কাছ থেকে বাঁওড় কেড়ে নিয়ে ইজারা দিয়েছে। এ অন্যায় ও তাদের দুর্দশার কথা আপনাদেরও তুলে ধরতে হবে। এ সরকার অন্তবর্তীকালীন সরকার। আমরা সীমিত সময়ের জন্য এসেছি। রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছেন। অবশ্যই নির্বাচন হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রালয়ের যুগ্নসচিব ড. আবু নাইম মুহাম্মদ আবদুছ ছবুর, পরিচালক (অভ্যন্তরীণ মৎস্য) মৎস্য অধিদপ্তরের ড. মো. মোতালেব হোসেন, বাংলাদেশ ক্ষেত মুজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. ফজলুর রহমান, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্আ কাজী আনিসুল ইসলাম, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর সভাপতি সালাউদ্দীন বুলবুল সিডল, উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলাম, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হৃদয় হাসান ও কোটচাঁদপুর প্রগতিশীল নাগরিক সমাজের আহ্বায়ক শরিফুল ইসলাম আগা খান।
এছাড়াও স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা বক্তব্য রাখেন।