মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ফকিরহাটে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ২৭ মে ২০২৫, ১৭:৫৫
ফকিরহাটে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ছবি : যায়যায়দিন

“দুনীর্তির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ফকিরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (২৭ মে) শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই প্রতিযোগিতা চলে। এতে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন শিক্ষার্থী অংশগ্রহন করে। পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপপরিচালক মোহা: মোশাররফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ সহকারী পরিচালক সমীরণ কুমার মন্ডল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপাভাইজার আসাদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি মল্লিক আ. সাত্তার। উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সজল আহম্মেদের সঞ্চালনায় এসময় বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামান, শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়, শিক্ষক খায়রুল বাসার জুয়েল, সাংবাদিক এম জাকির হোসেনসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রানার্স আপ হয়েছে লখপুর আমিম্বয়া ইছয়াক কলেজিয়েট গার্স স্কুল।

অপরদিকে রচনা প্রতিযোগিতায় বিজযী হয়েছে বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছে নলধা মাধ্যমিক বিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে