পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সোহাগদল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাইজোড়া খালে আজ বিকেল ৫টায় মোট ১৩৬ কেজি পোনা মাছ অবমুক্তি করা হয়েছে।
চারটি প্রজাতির এই মাছের মধ্যে রয়েছে পাবদা, সিং, গুইশা ও টেংরা। মাছ অবমুক্ত কার্যক্রমটি মৎস্যসম্পদ উন্নয়ন ও সংরক্ষণের অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক। তিনি বলেন, “স্থানীয় জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং প্রাকৃতিক প্রজননের পরিবেশ তৈরি করতেই এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে একদিকে যেমন মাছের উৎপাদন বাড়বে, অন্যদিকে স্থানীয় জেলেরা লাভবান হবেন।”
স্থানীয় বাসিন্দা ও জেলেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে খালে দেশীয় মাছের পরিমাণ কমে গেছে। পোনা মাছ অবমুক্তির ফলে আগামীতে আবারও প্রাকৃতিকভাবে মাছ পাওয়ার সম্ভাবনা বাড়বে।
উল্লেখ্য, এই ধরনের অবমুক্তি কার্যক্রম মৎস্য অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের একটি অংশ, যার মাধ্যমে জলজ পরিবেশ রক্ষা এবং মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করা হয়ে থাকে। ভবিষ্যতে আরও কয়েকটি ইউনিয়নের বিভিন্ন খালে এ ধরনের মাছ অবমুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মৎস্য কর্মকর্তারা স্থানীয়দের আহ্বান জানান, কেউ যেন খালে বিষ প্রয়োগ বা অবৈধভাবে মাছ আহরণ না করেন। এতে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হবে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।
এই ধরনের সচেতনতা ও অংশগ্রহণমূলক কার্যক্রমই দেশীয় মাছের টেকসই উৎপাদনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।