শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

ডুমুরিয়ায় ভুয়া মন্দির দেখিয়ে বিল উত্তোলনের অভিযোগ

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
  ২৭ মে ২০২৫, ১৯:২০
আপডেট  : ২৭ মে ২০২৫, ১৯:২২
ডুমুরিয়ায় ভুয়া মন্দির দেখিয়ে বিল উত্তোলনের অভিযোগ
ছবি : যায়যায়দিন

খুলনার ডুমুরিয়ায় মাদারতলায় ভুয়া মন্দির দেখিয়ে বিল উত্তোলন এবং দূর্গা মাতৃ মন্দিরের টাকা আত্মসাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারতলা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকালে উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট ও মাদারতলা বাজার কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদারতলা বাজার পুজা মন্দির কমিটির সভাপতি স্বপন মিস্ত্রী।

1

বক্তব্যদেন, গোবিন্দ মন্ডল, বিপ্লব সরকার, মনোতোষ মহলদার, অচিন্ত মিস্ত্রি, প্রদীপ সানা, মানিক মন্ডল, শিক্ষক অতুল কৃষ্ণ মিস্ত্রি, নারায়ণ চন্দ্র মন্ডল, পরিতোষ জোয়াদ্দার, বিকাশ ঢালী, প্রশান্ত মন্ডল, অসীম মন্ডল, তপন ঢালী, দীপংকর মিস্ত্রি, নিলকমল মিস্ত্রি, সুকৃতি বালা, দীপক মিস্ত্রি, গৌতম মন্ডল, ইন্দ্রজিৎ গাইন এবং সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন জামায়াত নেতা এরশাদ আলী সরদার, আব্দুস সামাদ, আবুল কালাম সরদার, শফিকুল ইসলাম সরদার, জাহিদুল ইসলাম গাজী প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩/২৪ অর্থ বছরে মাদারতলা দূর্গা মাতৃ মন্দির পুনঃ নির্মাণের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেয় বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট। তৎকালীন সময় মন্দির কমিটির যোগসাজশে অন্য একটি মন্দিরের ছবি দেখিয়ে বিল উত্তোলন করে বলে অভিযোগ উঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে