রাজবাড়ীর কালুখালীতে উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় মৃগী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো: মোফাজ্জল হোসেন জোয়াদ্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সি।
মৃগী ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী বিশ্বাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সেলিম, কালুখালী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ফজলুল হক, মৃগী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: জিল্লুর রহমান, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন জোয়াদ্দার, সাওরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আক্কাস আলী মোল্লা, এ এস আই আব্দুস সাত্তার, মৃগী ইউনিয়ন যুবদলের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুবদল নেতা মো: মিজান খান, ছাত্রদল নেতা মো: সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় ও মাদক সন্ত্রাস কে দূরে রাখতে সবাইকে সচেতন হতে হবে। কেউ এধরণের অপকর্ম করলে পুলিশকে তথ্য দিতে হবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।