বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পদ্মার চরাঞ্চলে চরমপন্থী বাহীনির হামলা ও লুটের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ০৯:৫৬
পদ্মার চরাঞ্চলে চরমপন্থী বাহীনির হামলা ও লুটের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
ঈশ্বরদী প্রেসক্লাব চত্বরে মানববন্ধন। ছবি: যায়যায়দিন

পদ্মা নদীর সাড়াঘাট সংলগ্ন চরাঞ্চল এলাকায় সন্ত্রাসী ও চরমপন্থী বাহীনির গডফাদার প্রকৌশলী কাকনের নেতৃত্বে অসহায় কৃষকদের উপর হামলা, মারধর, ফসল ও গবাদি পশু লুটের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিবার।

মঙ্গলবার ২৭ মে বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন হামলা ও লুটের শিকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিবার।

1

কৃষক মাসুদুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা তিনটা নৌকা নিয়ে এসে আমাদের মাছ ধরার নৌকা আটকিয়ে আমাদের বেদম মারধর করে। মারধরের এক পর্য ায়ে তারা আমাদের লক্ষ্য করে ২ টা গুলি করেছিলো। তবে গুলি করা একজন ছিল বড় দাড়িওয়ালা।

কৃষক আরাফাত বলেন, মাঝ নদীতে নৌকা করে তারা আমাদের নৌকা আটকিয়ে বলে তোরা কি করছিস এখানে? আমরা সাধারণ কৃষক পরিচয় দেয়ার পরও তারা আমাদের বলে তোরা সাধারণ কৃষক না। তোরা বালু কাটা বাহীনি বলেই আমাদের তারা বেদম পিটিয়েছে।

সাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী খান বলেন, সন্ত্রাসীরা যাদের গুলি করেছে তাদের মধ্যে ২ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তবে বাকিরাও এখনো ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে চিকৎসা নিচ্ছে।

ঈশ্বরদী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল বলেন, শান্ত ঈশ্বরদীকে অশান্ত করা হলে, আর একবার চরাঞ্চলে কোন কৃষকের গায়ে হাত তোলা হলে ঈশ্বরদীকে অচল করে দেয়া হবে। সঠিক বিচার না করা হলে চরাঞ্চলে আমরাও প্রতিহত করতে শুরু করব। আমরাও চরে আমাদের দূর্গ গড়ে তুলব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে