বগুড়ার ধুনটে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রয় ও বিপননের সাথে জড়িত থাকার অপরাধে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার ২৭ মে বিকেলে ধুনট বাজারের মাছের আড়ৎ এ অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।
তিনি জানান, ধুনট বাজারে মঙ্গলবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রয়-বিপননের সাথে জড়িত থাকায় দু’জন বিক্রেতাকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আনুমানিক ২৫ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে