বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২

অসহায় শিশুদের ঈদ উপহার বিতরণ করল গাকৃবি শুভসংঘ

গাজীপুর প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৬:০৭
অসহায় শিশুদের ঈদ উপহার বিতরণ করল গাকৃবি শুভসংঘ
গাজীপুরে অসহায় শিশুদের ঈদ উপহার বিতরণ করে গাকৃবি শুভসংঘ: ছবি যায়যায়দিন

বসুন্ধরা শুভসংঘ একটি অরাজনৈতিক, মানবিক ও সামাজিক সংগঠন হিসেবে শুরু থেকেই নৈতিক মূল্যবোধ ও সমাজ পরিবর্তনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২৭ মে (মঙ্গলবার) সন্ধ্যায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক মানবিক ও উজ্জ্বল আয়োজন ‘ঈদ উপহার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠান’।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র—কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শামীম আল মামুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন গাকৃবি শাখার সাধারণ সম্পাদক ফাহিদুল হাসান হিমেলসহ সংগঠনের নবীন-প্রবীণ সদস্য, সাবেক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, ক্যান্টিন ও জেক্স এ কর্মরত অস্বচ্ছল শিশুরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে