মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আখাউড়ায় দুই সরকারি কর্মকর্তার বিদায় সংবর্ধনা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৬:৩৭
আখাউড়ায় দুই সরকারি কর্মকর্তার বিদায় সংবর্ধনা
ছবি: যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই সরকারি কর্মকর্তাকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে বুধবার (২৮ মে) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনাপ্রাপ্ত বিদায়ী কর্মকর্তারা হলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র এবং আখাউড়া পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মো. ফয়ছেল আহমেদ খান।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবু ইউসুফ নুরুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতি: দায়িত্ব) ডা. কামরান উদ্দিন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি চাকরি বদলী একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি মেনে নিতেই হবে। বদলী মানে নতুন পরিবেশে যাওয়ার সুযোগ। নতুন উদ্যমে কাজ করার সুযোগ। তবে, খারাপ লাগভে যে, আমরা দুজন ভালো মানুষকে হারালাম।

ফয়ছেল খান ভদ্র হাস্যোজ্জল মানুষ ছিলেন। কাজের প্রতি সিনসিয়ার ছিলেন। বিধান কান্তিু রুদ্রæও খুব ভালো মানুষ ছিলেন। সজ্জন লোক ছিলেন। বক্তারা নতুন কর্মস্থলে দুজনের সফলতা কামনা করেন।

পরে বিদায়ী কর্মকর্তা ফয়ছেল খানের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন ইউএনওসহ অন্যান্য কর্মকর্তারা। বিধান কান্তি রুদ্র অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তার ক্রেস্টটি পরবর্ততে পাঠানো হবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে