শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নেছারাবাদে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ২০:১৯
আপডেট  : ২৮ মে ২০২৫, ২১:৫০
নেছারাবাদে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শোভাযাত্রা। ছবি: যায়যায়দিন

পুষ্টি সপ্তাহ উপলক্ষে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আজ দুপুর ১টায় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিল জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং সার্বিক তত্বাবধানে ছিল নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, “সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনের জন্য পুষ্টি সচেতনতা অপরিহার্য। পুষ্টিহীনতা শুধুমাত্র স্বাস্থ্য সমস্যাই নয়, এটি আমাদের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে।”

1

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান আসাদ, সহকারী ডাক্তার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, স্বাস্থ্যকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তারা balanced diet বা সুষম খাদ্যের গুরুত্ব, শিশুদের পুষ্টির প্রয়োজনীয়তা, গর্ভবতী নারীদের জন্য খাদ্য তালিকা এবং গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা পুষ্টি সম্পর্কিত নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সচেতনতামূলক স্লোগান দেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, পুষ্টি সপ্তাহের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ জনগণের মধ্যে পুষ্টি সম্পর্কিত সচেতনতা তৈরি করা এবং পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তোলা।

এই আয়োজনের মাধ্যমে পুষ্টি বিষয়ে জনসচেতনতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্ম গঠনে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে