শনিবার ৩১ মে বিকেলে দৌলতপুর উপজেলার মথুরাপুর বড় বাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. হাসনাইন নাহিয়ান সজীব।
তিনি বলেন, দেশে বিদ্যমান সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল জাতীয় নির্বাচন চায়। দেশের মানুষ বিগত দেড় দশকের বেশি সময় কোনো সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি।
বিএনপিসহ সকল নিবন্ধিত রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন চায়।
অনুষ্ঠানের আয়োজন করে দৌলতপুর উপজেলা বিএনপি। এতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।