কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ ৩টি তাজা বোমা উদ্ধার করেছে। সোমবার (২ জুন) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মসলেমপুর গ্রামে হাতেম আলীর বাড়িতে অভিযান চালায়।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনী ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মসলেমপুর গ্রামের হাতেম আলীতে অভিযান চালায়। অভিযানে হাতেম আলীর বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় পাকিস্থানী তৈতি পিস্তলসহ দুই রাউন্ড গুলি ও তিনটি তাজা বোমা উদ্ধার করেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্বে) রাকিবুল ইসলাম বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি পিস্তল দুই রাউন্ড গুলিসহ তিনটি তাজা বোমা উদ্ধার করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।