বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কুমিল্লা সীমান্তে ৮৬ লক্ষাধিক টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  ০৩ জুন ২০২৫, ১৮:২৬
কুমিল্লা সীমান্তে ৮৬ লক্ষাধিক টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ
কুমিল্লা সীমান্তে জব্দ হওয়া ভারতীয় মোবাইল ফোন: ছবি যায়যায়দিন

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮৬ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ২ জুন রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির অধীনে একটি বিশেষ টহলদল সীমান্ত সংলগ্ন সোনাপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

অভিযানে সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত স্থানটি থেকে মালিকবিহীন অবস্থায় একটি ইজিবাইকসহ ২৭৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার মোবাইলগুলোর মধ্যে ১৮১টি নতুন এবং ৯৩টি পুরাতন মোবাইল ফোন রয়েছে। এসব মোবাইল ফোনের বাজারমূল্য আনুমানিক ৮৬,৫৯,২৭৪ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত মোবাইল ফোনসমূহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে