বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চকরিয়া অস্ত্রের কারখানার সন্ধান, কারিগর গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৪ জুন ২০২৫, ১৭:২২
চকরিয়া অস্ত্রের কারখানার সন্ধান, কারিগর গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়ায় সন্ধান পাওয়া অস্ত্রের কারখানা থেকে মেশিন ও সরঞ্জামসহ গ্রেপ্তার কারিগর: ছবি যায়যায়দিন

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালিয়ে নুরুল আলম নামে এক ব্যক্তির বসতঘরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে।

এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির মেশিন ও সরঞ্জাম।

গতকাল মঙ্গলবার (৪ জুন) রাতে উপজেলার বিএমচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছৈইন্ন্যামারঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার অস্ত্র তৈরির কারিগর নুরুল আলম একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ভৈরম্যারঘোনা একটিক্কাখালী গ্রামের আবদুল বসুর ছেলে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, নুরুল আলম নিজের ঘরে দেশীয় তৈরি বন্দুকের কাখানা গড়ে তুলে। এখান থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অস্ত্র বিক্রি করা হত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র তৈরির কারিগর নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে