মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সিংগাইরে আজগরের খুনি সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
  ১০ জুন ২০২৫, ১৬:৫৭
সিংগাইরে আজগরের খুনি সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
ছবি: যায়যায়দিন

মানিকগঞ্জের সিংগাইরে নাতনির ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রকাশ্যে কুপিয়ে আজগর আলীকে হত্যা করার মামলায় প্রধান আসামী খুনি আল-আমিন (৪৭) ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে সিংগাইর থানা পুলিশ হাতে গ্রেফতার হয়েছে।

সোমবার (৯ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে বাস টার্মিনালের জান্নাত বিরিয়ানি হাউজ-২ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম।

গ্রেফতারকৃত আল-আমিন উপজেলার পূর্ব রায়দক্ষিন গ্রামের মৃত কালু পরামানিকের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আজগর আলীর তৃতীয় শ্রেনীতে পড়ুয়া নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদে আল আমিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এতে আল আমিন ক্ষিপ্ত হয়ে ২৯ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে আজগর আলীর বাড়ির অদূরে আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এরপর থেকেই আল-আমিন গংরা গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল।

এদিকে তথ্য প্রযুক্তির সহায়তায় সিংগাইর থানা পুলিশের উপ-পরিদর্শক পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে আলামিনের লোকেশন ট্যাগ করে। এরপর দুপুরে ঢাকাস্থ গাবতলী বাস টার্মিনাল থেকে তাকে আটক করেন।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, গ্রেফতারকৃত আসামিয আল আমিনকে আগামীকাল মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। সেই সঙ্গে বাকি আসামিদেরও গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে