ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে এক প্রবাসীর বাসার তালা ভেঙে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট করে নিয়েছে চোরচক্র।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১০ জুন) পৌর এলাকার ৮ নং ওয়ার্ড মহিলা কলেজ রোডে। এ ঘটনায় অজ্ঞাত চোরচক্রের বিরুদ্ধে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী আমান উল্লার পরিবার ইদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি উপজেলার লংগাইর ইউনিয়নের বাঙ্গালকান্দি বেড়াতে যায়। মঙ্গলবার সন্ধ্যায় বাসায় এসে দেখেন বাসার দ্বিতীয় তলার চারটা কক্ষ ও নিচ তলায় একটি কক্ষের তালা ভাঙা।
ভেতরে প্রবেশ করে দেখতে পান চোরচক্র স্টিলের শোকেস, ট্রাঙ্ক, আলমারি ও ওয়ারড্রপের তালা ভেঙে ৮ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় ।
প্রবাসীর স্ত্রী মাফুজা আমান বলেন, বাসায় তালা দিয়ে ছেলে মেয়ে নিয়ে ঈদের ২ দিন আগে গ্রামের বাড়ি চলে যাই।মঙ্গলবার সন্ধ্যায় বাসা ফিরে দেখি চোরচক্র বাসার ৫টি কক্ষের তালা ভেঙ্গে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নগদ ও ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ।
গফরগাঁও থানার ওসি(তদন্ত) আব্দুর রহিম সরকার বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।