বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ঈদে ছুটিতে আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১১ জুন ২০২৫, ১৮:৪৫
ঈদে ছুটিতে আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়
ছবি: যায়যায়দিন

ঈদুল আযহার প্রথম দিন পর্যটকের আগমণ কম হলেও এরপরদিন থেকেই ভিড় বাড়তে শুরু করে চট্টগ্রামের অন্যতম পর্যটনকেন্দ্র পারকি সমুদ্র সৈকত ও ফুলতলী এলাকায় বেসরকারিভাবে গড়ে ওঠা আরিবা এগ্রো পর্যটন স্পটে।

ঈদের চতুর্থ দিনেও সৈকতের প্রতিটি পয়েন্টে পর্যটকের সঙ্গে দেখে মিলেছে স্থানীয় দর্শনার্থীদেরও। অনেকেই এসেছেন পরিবার-পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে। কেউ সমুদ্র স্নান করছে, কেউ ছবি তুলছে, কেউবা চড়ছে ঘোড়া পিঠে কিংবা বিচ-বাইকে। তবে সবচেয়ে বেশি মানুষ উপভোগ করছে আরিবা এগ্রো পর্যটন স্পটের সূর্যাস্ত। এখানে ডুবন্ত সূর্যের সঙ্গে সাগরকে পেছনে রেখে তুলছেন ছবিও।

আগত পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ঈদের ছুটি উপভোগে সাগরপাড়ে ছুটে আসছেন পর্যটকরা। সৈকতে প্রবেশের দুই কিলোমিটার আগ থেকে পর্যটকদের গাড়ি আটকে অনেকেই গাড়ি পার্কিংয়ের নামে চাঁদা আদায় করছেন। এতে অনেকে পর্যটক মুখ ফিরিয়ে নিচ্ছেন । ভোগান্তির শিকার হচ্ছেন অনেকেই। সৈকতে পর্যটকদের হয়রানির বিষয়ে স্থানীয় প্রশাসনের নজরদারী না বাড়ালে ক্ষতির মুখে পড়বে পারকি।

বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীকে জানানোর পর পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে ৫ জনকে আটক করে আনোয়ারা থানায় পুলিশকে দিয়েছে বলে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সৈকতে নিরাপত্তার ব্যবস্থা জোরদারসহ পর্যটক হয়রানি রোধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঈদুল আযহার দীর্ঘ ছুটিতে ভ্রমণপিপাসুদের পছন্দের জায়গায় পারকি সমুদ্র সৈকত ছাড়াও দেশের স্থান করে নিয়েছে দেশের প্রথম নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেল, পারকির ঝাউবন, গহিরা বার আউলিয়া সমুদ্র সৈকতে আটকে পড়া দুইটি কার্গো জাহাজ ও আরিবা এগ্রো পর্যটন স্পট।

বিকেলের নরম রোদ আর সৈকতের পাড় ধরে হেঁটে চলার অনুভূতি অন্য কোথাও মেলে না। সৈকতে হাঁটার রাস্তা, সরকারি কোটি টাকার বেড়িবাঁধ, বসার জায়গা, নিরাপত্তা, প্রাকৃতিক পরিবেশ এসবের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন হাজারও পর্যটক।হালিশহর থেকে আসা পর্যটক শফিকুর রহমান বলেন, কর্ণফুলী টানেল হয়ে দ্রুত সময়ের মধ্যে পারকিতে আসলাম পরিবার নিয়ে। একসঙ্গে অনেকগুলো পর্যটন স্পট ঘুরে দেখার সুযোগ হয়েছে।

সরকারকে পারকি সমুদ্র সৈকতের দিকে আরও সু-দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করছি।পারকি দোকান মালিক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, পর্যটক হয়রানির কারণে অনেক পর্যটক মুখ ফিরিয়ে নিচ্ছে পারকি থেকে। এতে করে ব্যবসায় মন্দভাব। ব্যবসায়ীদের। এসব বন্ধে প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন।

ঈদের পরদিন কয়েকজন ব্যক্তি পারকি সৈকত থেকে গাড়ি আটকে চাঁদা আদায়ের সময়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। এরপর থেকে সৈকত ও সড়কে এসব বন্ধে গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক এবং প্রশাসন কাজ করছেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের ভ্রমণকে আনন্দমুখর করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যটকদের সব ধরনের হয়রানি রোধে মাঠে কাজ করছে প্রশাসন।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক থেকে পারকি সমুদ্র সৈকতে গাড়ি পার্কিং বিষয়ে খাস কালেকশন আদায়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। যেটি আদায়ে স্থানীয় গ্রাম-পুলিশ সহায়তা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে