গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে অংকন তালুকদার (৩০) নামের এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর নাম ভাঙ্গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি করতেন। শনিবার (১৪ জুন) উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযোগ অনুযায়ী, গত ১৭ এপ্রিল এক ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে নিজেকে ডিজিএফআই এবং এনএসআই-এর তথ্যভিত্তিক কর্মকর্তা দাবি করে চাঁদা দাবি করেন অংকন তালুকদার।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, অংকন তালুকদার নিজেকে কখনো ডিজিএফআই-এর সদস্য, আবার কখনো অন্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দিতেন। এভাবে তিনি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করতেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছিল।
এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের আরও একটি ঘটনা ঘটে রাধাগঞ্জ ইউনিয়নে। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচির কাছেও একই কৌশলে অর্থ আদায় করেন অংকন তালুকদার। তিনি দাবি করেন, ডিজিএফআই-এর কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে তথ্য আছে এবং বিষয়টি গোপন রাখতে হলে অর্থ দিতে হবে। ভীত সন্ত্রস্ত হয়ে চেয়ারম্যানও তাকে অর্থ দেন।
প্রসঙ্গত, চাঁদাবাজির অভিযোগে বছর খানেক আগে গ্রেপ্তারকৃত অংকন তালুকদারকে কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি থেকে অব্যাহতি দেয় ডেইলি অবজারভার পত্রিকার কর্তৃপক্ষ।
এসব অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায়, অংকন তালুকদার দীর্ঘদিন ধরে গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ আদায়ে লিপ্ত ছিলেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিললে যৌথবাহিনী শনিবার (১৪ জুন) লেফটেন্যান্ট আসিফের নেতৃত্বে কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।