বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ব্যবসায়ী তারেক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২২ জুন ২০২৫, ১৬:৫১
ব্যবসায়ী তারেক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

কক্সবাজারের কুতুবদিয়ার ধূরুং বাজারের ব্যবসায়ী তারেক হত্যা মামলার প্রধান আসামি মো. আনিছুল ইসলাম তুষার ওরফে মইন্না/বাবু (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরের পতেঙ্গা এলাকা থেকে কুতুবদিয়া থানার এসআই (নিঃ) মো. জয়নাল আবদীনের নেতৃত্বে একটি সঙ্গীয় ফোর্স সহায়তায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসাইন।

গ্রেফতার আসামি মইন্না/বাবু উত্তর ধূরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুইল্যার পাড়ার নুরুল ইসলাম ওরফে নুর ছালামের ছেলে।

ওসি জানায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার এসআই (নিঃ) মো. জয়নাল আবদীনের নেতৃত্বে একটি সঙ্গীয় ফোর্স চট্টগ্রাম শহরের পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে মইন্না/বাবুকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা নং-০২, তারিখ ০৭/০৬/২০২৪, জিআর নং-৫৪, দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে