ঢাকার আশুলিয়ায় বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীর জানমাল রক্ষা এবং সকল ধরণের চাঁদাবাজী বন্ধের দাবী জানিয়ে মাথায় কাফনের কাপড় প্যাঁচিয়ে মানববন্ধন করেছেন সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা।
সোমবার (২৩ জুন) দুপুরে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আশুলিয়ার বাইপাইল এলাকার সাধারণ ব্যবসায়ী ও পরিবহণ শ্রমিকরা চাঁদাবাজ হাতকাটা টিপু সুলতানের আতঙ্কে থাকে। ঈদের আগে থেকে তার নেতৃত্বে পারভেজ, মাসুদ ও কামাল সহ তার বাহিনীর লোকজন প্রতিনিয়ত হুমকি সহ মারধর করে যাচ্ছে। এসব ঘটনায় আশুলিয়া থানায় ভুক্তভোগীরা বার বার অভিযোগ করা হলেও কোন মামলা বা চাঁদা বন্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এর সাথে জড়িত টিপু সুলতান ও পারভেজ সহ তাদের সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান তারা।
বাইপাইল বাসস্ট্যান্ডের শাহাজাদপুর ট্রাভেলস ও হক এন্টারপ্রাইজের প্রোপাইটর জোবায়ের হোসেন জানান, হাতকাটা টিপু সুলতানের লোকজন হাসান, কাদের, বুলবুল ও জসিম সহ আরো কয়েকজন প্রতিনিয়ত তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে টাকা দাবী করে। এরই মধ্যে ভয়ে বিভিন্ন সময়ে তাদেরকে ৫২ হাজার টাকা দেয়া হয়েছে। চলতি মাসের ৭ তারিখ আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে না পেয়ে ম্যানেজারকে ভয়ভীতি দেখায় এবং ক্যাশ থেকে দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও কোন প্রতিকার পাইনি বলেও আরও জানান।
আশুলিয়া থানা থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে এবং আমির আলী ভুইয়ার নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক দেওয়ান মো: জিল্লুর রহমান, থানা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক মো: মোকলেছুর রহমান, ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম, যুবদল নেতা হুমায়ুন কবির, ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ ও বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি জিরাবো শাখার সভাপতি মোল্লা মো: হযরত আলী ও পরিবহন শ্রমিকরা সহ আরও অনেকে।