বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

মাগুরার শ্রীপুরে স্কাউট কাব কার্নিভাল অনুষ্ঠিত

শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি
  ২৩ জুন ২০২৫, ২১:০৯
মাগুরার শ্রীপুরে স্কাউট কাব কার্নিভাল অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ স্কাউটস,প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সোমবার(২৩ জুন) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ স্কাুউট, মাগুরার জেলার শ্রীপুর উপজেলার আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় স্কাউট কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

কর্মসুচির মধ্যে সেশন ছিল তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য ও রিং ছোড়া।

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কাব কার্নিভাল অনুষ্ঠানে উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬-১১ বছরের কাব সোনামনিরা ৬'জনের ৩০টি দল এ অনুষ্ঠানে অংশগ্রহন করে।

সোমবার সকাল ১০ঘটিকার সময় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি রাখী ব্যানার্জী আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ বৃক্ষ রোপনের মাধ্যমে কাব কার্নিভাল অনুষ্ঠানে শুভউদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, মাগুরা জেলা স্কাউটের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা কমিশনার তহুরুল ইসলাম, শ্রীপুর উপজেলা সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, উপজেলা কমিশনার মোঃ বিল্লুর রহমান, সাবেক সাধারন সম্পাদক ফয়জুর রহমান লাভু, যুগ্ম-সম্পাদক আনিচুর রহমান, কাব লিডার আবু হায়াত, স্কাউট লিডার সুব্রত কুমার অধিকারীসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ এসময় বলেন, কাব কার্নিভাল হল কাব স্কাউটদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব, যা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরণের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি কাব স্কাউটদের চমৎকার শিক্ষামূলক অভিজ্ঞতা তৈরী করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে