পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম।
সভায় উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জনস্বাস্থ্য প্রকৌশল, সমাজসেবা, যুব উন্নয়নসহ বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে আগামী মাসে গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেওয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ। তিনি ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং সাধারণ মানুষের ভূমি সমস্যা দ্রুত সমাধানে ভূমি অফিসের গৃহীত পদক্ষেপ সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা চপল কান্তি নাথ সভায় তার দপ্তরের কর্মকাণ্ড উপস্থাপন করেন। তিনি বলেন, বর্তমানে আমন মৌসুমকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ ও কৃষি উপকরণ বিতরণ চলছে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, সমাজসেবা কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, বন কর্মকর্তা, গনমাধ্যম প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. জাহিদুল ইসলাম বলেন, “প্রশাসনের সব দপ্তরের মধ্যে সমন্বয় এবং দায়িত্বশীলতা নিশ্চিত হলেই জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদান সম্ভব। মাসিক সভা সেই লক্ষ্যেই আমাদের একে অপরের কাজের অগ্রগতি যাচাই এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সভা শেষে বিভিন্ন দপ্তরের কাজের গুণগত মান ও গতির ওপর ভিত্তি করে কিছু পরামর্শ প্রদান করা হয় এবং আগামী মাসের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।