মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গোপালগঞ্জে বাস উল্টে ৬ শিশুসহ আহত ২০ 

মুকসুদপুর প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১১:১২
গোপালগঞ্জে বাস উল্টে ৬ শিশুসহ আহত ২০ 
কাশিয়ানীতে যাত্রীবাহী বাস উল্টে ছয় শিশুসহ অন্তত ২০ জন আহত হয়। ছবি: যায়যায়দিন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে ছয় শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ধুসর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বাস উল্টে প্রাণভয়ে ছুটোছুটি,জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে ধুসর ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। বাসটি উল্টে যাওয়ার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং আশপাশের মানুষ ছুটে আসেন উদ্ধার কাজে।

দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন— তাহসিন (৪), সুজন (২৭), সোহান শেখ (১৮), আসমা আক্তার (৩৫), উর্মি (২৫), সুজাতা হাওলাদার (৩৫), সাজিদ (২৬), রাবেয়া বেগম (২৬), ফাতেমা বেগম (৩২), তানজিনা (২৫), সিয়াম (১৬), মেহেদী হাসান (২৬), তামদিজ (৪), আসাদুল (৩৫) ও আকলিমা (২৬)। এদের মধ্যে অন্তত ১৮ জনকে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের তৎপরতা খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রাও দুর্ঘটনায় দ্রুত সাড়া দিয়ে আহতদের সেবা ও উদ্ধারকাজে সহায়তা করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, "আজ সকালে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধুসর ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে যায় এবং ২০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে অধিকাংশের অবস্থা শঙ্কামুক্ত হলেও কয়েকজন গুরুতর আহত।"

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছিল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে