মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

রূপগঞ্জে ঘোড়ার মাংস বিক্রির সময় আটক ১

জবাইকৃত ৫ ঘোড়া উদ্ধার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৫:৩৬
রূপগঞ্জে ঘোড়ার মাংস বিক্রির সময় আটক ১
রূপগঞ্জে ঘোড়ার মাংসসহ আটক বিক্রেতা: ছবি যায়যায়দিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরে ঘোড়ার মাংস বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১ জুলাই) ভোররাতে টহলরত আনসার সদস্যরা অভিযান চালিয়ে ফয়েজ মিয়া নামে ওই বিক্রেতাকে আটক করেন। এ সময় ঘটনাস্থল থেকে জবাইকৃত পাঁচটি ঘোড়া উদ্ধার করা হয়।

আটক ফয়েজ মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বরমপাড়া এলাকার হাফিজ মিয়ার ছেলে।

আনসার সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে পূর্বাচলের ৩০৬ নম্বর রোডের ৫ নম্বর প্লটে একটি সিএনজি অটোরিকশা দেখে সন্দেহ হলে আনসার সদস্যরা এগিয়ে যান। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও একজনকে আটক করা সম্ভব হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, অনুমোদনহীনভাবে একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘোড়া জবাই করে মাংস বিভিন্ন বাজারে বিক্রি করছিল। সিএনজি ও অটোরিকশার মাধ্যমে মাংস সরবরাহ করা হতো।

এ বিষয়ে পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন বলেন, ‘রাতের টহলের সময় আমরা একটি পরিত্যক্ত প্লটে জবাইকৃত ঘোড়া দেখতে পাই। পরে পুলিশকে খবর দিয়ে একজনকে আটক করি।’

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি পেশায় একজন সিএনজি চালক। তিনি ঘোড়ার মাংস বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। তাকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে