মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

রংপুর বিভাগে পরিবার পরিকল্পনার কার্যক্রম পরিদর্শনে মহাপরিচালক

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ০১ জুলাই ২০২৫, ১৫:৪৪
রংপুর বিভাগে পরিবার পরিকল্পনার কার্যক্রম পরিদর্শনে মহাপরিচালক
ছবি : যায়যায়দিন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা: আশরাফী আহম্মদ এনডিসি মঙ্গলবার দুই দিনের সফরে রংপুর বিভাগের তিনটি জেলা পরিদর্শনে আসেন। এসময় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ফুলেল শুভেচ্ছা জানান রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো: মোজাম্মেল হক, রংপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, নীলফামারী পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (পপ) আব্দুল মান্নান, রংপুর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সিসি) ডা: শেখ মোঃ সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের রিজিওনাল কনসালটেন্ট ডা: মোঃ শামসুল হক, নীলফামারী পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সিসি) ডা: রওনক ফেরদৌস, সৈয়দপুরের মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) ডা: সোহেল রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুয়েল রানাসহ আরো অনেকে।

পরিদর্শনের প্রথম দিন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে আয়োজিত উঠান বৈঠক কর্মসূচি, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন, লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন, মহেন্দ্রনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন এবং নাটক প্রদর্শনী পরিদর্শন, রংপর জেলার কাউনিয়া কুর্শা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শক করবেন।

আগামীকাল বুধবার রংপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্যাথলজি ল্যাব সার্ভিসের উদ্বোধন, মোমিনপুর ইউনিয়ন স্বাস্থ‍্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন ও উঠান বৈঠকে অংশগ্রহণ, রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অংশগ্রহণ, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন, নীলফামারী জেলার সৈয়দপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। মহাপরিচালকের সফর সঙ্গী সহকারী পরিচালক (সমন্বয়) শাহ্ মো: নূর তথ্যটি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে