মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
  ০১ জুলাই ২০২৫, ১৫:৪৬
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত সুজন বড়ুয়া।

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ইউপিডিএফের সক্রিয় সশস্ত্র সদস্য সুজন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৭ চট্টগ্রাম।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি এলাকায়।

র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তা জানায়, গ্রেপ্তার সুজন বড়ুয়া পাহাড়ি সংগঠন ইউপিডিএফের সক্রিয় সশস্ত্র সদস্য। আমাদের কাছে তথ্য ছিল সুজন বড়ুয়া চট্টগ্রামের বায়েজিদে অবস্থান করছেন। দুইদিন আগে তিনি চট্টগ্রাম এসেছেন। এই তথ্যের ভিত্তিতে আমরা বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। তার কাছে ইউনিফর্ম পড়া অবস্থায় অস্ত্রসহ ছবি পাওয়া গেছে। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে