মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চসিক মেয়রের সাথে নগর মেট্রো সার্ভিস লিমিটেডের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রাম ব্যুরো
  ০১ জুলাই ২০২৫, ১৫:৪৮
চসিক মেয়রের সাথে নগর মেট্রো সার্ভিস লিমিটেডের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে নগর মেট্রো সার্ভিস লিমিটেডের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়। ছবি: যাযাদি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাস, মিনিবাস, হিউম্যান হুলার পরিবহন মালিক সংগঠনের নবগঠিত চট্টগ্রাম নগর মেট্রো সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস আলী।

সোমবার (৩০ জুন) সকালে নগরের টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ চসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নগরীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

নগর মেট্রো সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, চট্টগ্রাম নগর মেট্রো সার্ভিস লিমিটেড গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রীদের উন্নত সেবা প্রদানে বদ্ধপরিকর। আমরা আশা করি মেয়রের নেতৃত্বে চট্টগ্রাম একটি আধুনিক ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে উঠবে এবং আমরা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন নবগঠিত সংগঠনটিকে স্বাগত জানান এবং নগরীর গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। মেয়র বলেন, চট্টগ্রামের গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে আমরা কাজ করছি। এক্ষেত্রে নবগঠিত এই সংগঠনের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমরা আশা করি সকলে মিলে চট্টগ্রামের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করতে পারব।

শুভেচ্ছা বিনিময়ের সময় চট্টগ্রাম নগর মেট্রো সার্ভিস লিমিটেডের ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল, ম্যানেজিং ডিরেক্টর আবদুল কাইয়ুম চৌধুরী, পরিচালক মো. হেলাল, পরিচালক (মার্কেটিং) মো. ফয়সাল, পরিচালক মুসলেম কবির, পরিচালক দিদারুল আলম নূর নবী ও পরিচালক সুমেল বড়ুয়া। এছাড়া সদস্য মো. জহির, মো. রিপন ও মো. জাবেদসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে