মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কলমাকান্দায় সাংবাদিকদের সাথে নতুন ওসির মতবিনিময় 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৫:৫৮
কলমাকান্দায় সাংবাদিকদের সাথে নতুন ওসির মতবিনিময় 
ছবি : যায়যায়দিন

নেত্রকোনার কলমাকান্দায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কলমাকান্দা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান।

সোমবার রাতে ওসির সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও সাংবাদিকদের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক দ্রব্যসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বিষয়গুলো শোনেন এবং সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। পাশাপাশি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক ওবায়দুল হক পাঠান, সাংবাদিক এনামুল হক তালুকদার, আব্দুর রশিদ আকন্দ, প্রান্ত সাহা বিভাস, মো. রিপন মিয়া, কাজল তালুকদার, জহিরুল ইসলাম মামুন, কামাল পাশা, আব্দুর রশিদ, নাজমুল হুদা ও রেজাউল করিম রজব প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে