মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

উখিয়ায় হাসপাতাল ও ফার্মেসিকে আড়াই লাখ টাকা জরিমানা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৫:৫৯
উখিয়ায় হাসপাতাল ও ফার্মেসিকে আড়াই লাখ টাকা জরিমানা
উখিয়ায় ফার্মেসিতে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন: ছবি যায়যায়দিন

কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি হাসপাতাল ও দুই ফার্মেসিকে মোট ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩০ জুন) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পালংখালী তাজমান হাসপাতালে ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা এবং নিম্নমানের সেবা দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একইদিন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও স্যাম্পল ওষুধ মজুত রাখার দায়ে রমা ফার্মেসিকে ১ লাখ টাকা এবং আলম ফার্মেসিকে কসমেটিকস আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কক্সবাজারের ড্রাগ সুপার কাজী মোহাম্মদ ফরহাদ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম উপস্থিত ছিলেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে আইন মেনে পরিচালনার নির্দেশ দিয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, ‘উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকির অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে