মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ফরিদপুরে ভূমি উন্নয়ন কর ৯৮ শতাংশ অর্জিত

ফরিদপুর প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৬:১০
ফরিদপুরে ভূমি উন্নয়ন কর ৯৮ শতাংশ অর্জিত
যায়যায়দিন

ফরিদপুরে চলতি অর্থ বছরের (২০২৪-২৫) ভূমি উন্নয়ন কর লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ অর্জিত হয়েছে। যা গত অর্থ বছরের চেয়ে ১০ শতাংশ বেশি।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল জানান, ২০২৪-২৫ অর্থ বছরের ভূমি উন্নয়ন কর গত বছরের চেয়ে ১০ শতাংশ বেশি অাদায় হয়েছে ।

তিনি জানান, জেলা দুইটি খাতে সরকারি সংস্থা ও সাধারন আমাদের কর অাদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১১কোটি ৮৬ লক্ষ ৮৫ হাজার (সাধারন) এর বিপরীতে আদায় হয়েছে ১১ কোটি ৬৩ লক্ষ ৪৪ হাজার এবং সরকারি সংস্থায় লক্ষ্যমাত্রা ছিলো ৬ কোটি ৬৫ লক্ষ এর বিপরীতে আদায় হয়েছে ৪ কোটি ২২ লক্ষ ৪৯ হাজার ।

তিনি বলেন, এ কর আদায় সম্ভব হয়েছে ভূমি ডিজিটালাইজেশনের জন্যেই ।

ভূমি উন্নয়ন কর প্রসঙ্গে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানান, একটি সময় সাধারন মানুষ ভূমি উন্নয়নকর দিতে ভুলে গিয়ে ছিলো। ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায়-ভূমি ব্যবস্থাপনার প্রাথমিক কাজ। এই দুটি কাজের মধ্যে ভূমি উন্নয়ন কর (খাজনা) নির্ধারণ কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তা অনেকটা নিরস একটি কাজ।

অর্থাৎ, এ কাজে সকলের আগ্রহ থাকে না।

তিনি বলেন, সাধারন মানুষকে ভূমি উন্নয়ন কর দিকে আগ্রহী করতে আমরা ইউনিয়ন গুলোতে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছি। মাঠ পযায়ে কর আদায়ের জন্য বিভিন্ন ধারনের প্রচার প্রচারনা, মাইকং লিফলেট বিলি এমন কি সভা সমাবেশের মাধ্যমে সরকারি ভুমি কর দেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়েছে ।

জেলা প্রশাসক আরো বলেন, আগে নানা অনিয়ম ও হয়রানির কারনে সাধারণ মানুষ অফিসে গিয়ে ভূমি কর দিতে উৎসাহিত হতো না। কিন্তু ভূমি সেবা ডিজিটাইজেশনের কারনে এখন ঘরে বসে ভূমি কর দেয়া যায়। এর পাশাপাশি ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে কর দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, ফরিদপুরে নয়টি উপজেলায় ৮১টি ইউনিয়ন ও ছয়টি পৌরসভা রয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে