মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আত্রাই নদীর তীরে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করলেন ইউএনও

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৬:০৯
আত্রাই নদীর তীরে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করলেন ইউএনও
আত্রাই নদীর তীর পরিদর্শন ও অবৈধভাবে মাটি কাটা বন্ধ করেন ইউএনও মো. আরিফুজ্জামান: ছবি যায়যায়দিন

নওগাঁর মান্দা-মহাদেবপুর সীমান্তবর্তী পাঁঠাকাটা বাজারসংলগ্ন আত্রাই নদীর পূর্ব তীরে পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান। শুক্রবার (২৮ জুন) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে বৃহস্পতিবার স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে ইউএনওর নির্দেশে সফাপুর ইউপি চেয়ারম্যান শামশুল আলম বাচ্চু মাটি কাটা বন্ধ করেন।

পরে ইউএনও বাঁধের উপর গচ্ছিত রাখা মাটি পুনরায় বাঁধের পাশে বিছিয়ে দেওয়ার নির্দেশ দেন। অভিযুক্তরা সেই নির্দেশনা অনুযায়ী মাটি বিছিয়ে দেন।

২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, ‘যেখান থেকে মাটি কাটা হচ্ছিল, সেটি পূর্বে দুইবার ভেঙে প্লাবিত হয়েছিল। এখনো দুই পাশে পুকুর থাকায় এটি ঝুঁকিপূর্ণ এলাকা। প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ মাটি কাটা বন্ধ হওয়ায় আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে।’

অন্যদিকে অভিযুক্ত পরিবারের সদস্য আব্দুল কাদের জানান, তার চাচার গরুর শেড ভরাটের জন্য মাটি রাখা হয়েছিল। তবে পরিমাণ বেশি হওয়ায় স্থানীয়দের নজরে আসে। শত্রুতামূলকভাবে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘যেখান থেকে মাটি নেওয়া হচ্ছিল, সেটি আমাদের পুরনো বালুর পয়েন্ট। অভিযোগ পাওয়ার পর মাটি কাটা বন্ধ করে দিয়েছি এবং ইউএনওর নির্দেশনা অনুযায়ী মাটি বিছিয়ে দিয়েছি। এ ঘটনায় আমরা দুঃখিত।’

ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করা হয়েছে। অভিযুক্তদের বাঁধের পাশে মাটি বিছিয়ে দেওয়ার নির্দেশনাও বাস্তবায়ন হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে