মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সাদুল্লাপুরে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৮:০৭
সাদুল্লাপুরে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ
ছবি: যায়যায়দিন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা পারফেক্ট কিন্ডার গার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুলের বেসরকারী বৃত্তি প্রকল্পের আওতায় বৃত্তিপ্রাপ্ত অর্ধ শতাধিক শিক্ষার্থীকে ওই বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট, সনদ বিতরণ করা হয়েছে। এ সময় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১ জুলাই) এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিলনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামসুল হাছান ছামসুল, সদস্য সচিব আব্দুছ ছালাম মিয়া,নলডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুক, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর,বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন সরকার, নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোশারফ হোসেন।

এছাড়া ওই স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রেজাউন্নবী লেবুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা কৃষক দলের সভাপতি শফিউজ্জামান, নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান পাটোয়ারী ও দামোদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খয়বর হোসেন রাজা।

অনুষ্ঠান শেষে কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

সবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসুচির আওতায় নলডাঙ্গা ইউনিয়ন কৃষকদলের পৃষ্টপোষকতায় বিনামূল্যে অভিভাবক ও শিক্ষার্থীদের বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক মোস্তাক আহমেদ মোস্তাক, সদস্য সচিব আনিছুজ্জামান খাঁন লোহানী তুষার, জেলা বিএনপির উপদেষ্টা কৃষিবিদ সামিয়ূর রহমান ও নলডাঙ্গা ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাফিজার রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে