ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন পাড়াগাঁও গুচ্ছ গ্রাম ১নং ওয়ার্ড বি এন পির আয়োজনে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সোমবার সন্ধ্যায় (৩০ জুন) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলের সভাপতিত্বে উক্ত মতবিনিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বি এন পির যুগ্ন আহবায়ক ও ভালুকা উপজেলা বি এন পির আহবায়ক (ভারপ্রাপ্ত) জননেতা আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বি এন পির যুগ্ন আহ্বায়ক, সালাউদ্দিন আহমেদ, হাজী শহিদুল ইসলাম শহিদ,মোঃ মজিবুর রহমান মজু,মোঃ রুহুল আমিন, মোঃ সারোয়ার জাহান এমরান,খালেদা নার্গিস,সদস্য হাজী আঃ রউফ, আলমগীর হোসেন,মাসুদ পারভেজ চান মিয়া,উপজেলা মহিলা দলের সাধাঃসম্পাদক শারমীন আক্তার দিনা,উপজেলা শ্রমিক দল সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ,সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ, দক্ষিণ জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এডঃ মাজেদুল করিম সজল,যুবদল নেতা মোঃ শামীম আহমেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত মত বিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপির গৃহীত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।