মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

জাতীয় হিফজুল প্রতিযোগিতার দশপাড়ায় দেশসেরা বারহাট্টার গোড়াউন্দ মাদ্রাসার জুবায়ের

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৮:৪৬
জাতীয় হিফজুল প্রতিযোগিতার দশপাড়ায় দেশসেরা বারহাট্টার গোড়াউন্দ মাদ্রাসার জুবায়ের
ছবি : যায়যায়দিন

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এর আয়োজন করা হয়েছে। এতে সারা দেশ থেকে সেরাদের সেরা হিফজুল কোরআন প্রতিযোগীকে খুঁজে বের করে আনার ব্যবস্থা করা হয়। মোট তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ে উপহার হিসেবে প্রথম পুরস্কার বিজয়ীকে দুই লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

২৮ জুন ১০ পাড়ার ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০ পাড়ার ফাইনালে প্রথম হয় নেত্রকোনার বারহাট্টা উপজেলার গোড়াউন্দ এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থী মোঃ জুবায়ের আহমেদ।অত্যন্ত মেধাবী জুবায়ের আহমেদের বাবার নাম আলী আকবর। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। জুবায়েরের এমন চমৎকার ফলাফলে খুশি বারহাট্টা উপজেলার মানুষ।

আজ মঙ্গলবার বিজয়ী জুবায়ের বারহাট্টা উপজেলায় আসলে উপজেলার সর্বস্তরের মানুষ ফায়ার সার্ভিস মোড় থেকে সংবর্ধনা দিয়ে থাকে বরণ করে নেয়।এতে যোগ দেয় অসংখ্য কুরআন প্রেমিক মানুষ।এসময় গোড়াউন্দ এতিমখানা মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।শতশত মানুষের উপস্থিতিতে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় দেশসেরা এই হাফেজকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে