মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ঘাটাইলে অবৈধ দুই সিসা কারাখানা গুড়িয়ে দিলো প্রশাসন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১৮:৪৭
ঘাটাইলে অবৈধ দুই সিসা কারাখানা গুড়িয়ে দিলো প্রশাসন
ঘাটাইলে অবৈধ দুই সিসা কারাখানায় উপজেলা প্রশাসন অভিযান চালায়: ছবি যায়যায়দিন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগদিঘী ইউনিয়নের কামালপুর নামক স্থানে জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের নির্দেশনায় দুটি অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকালে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাইদ ও জেলা পরিবেশ আিধদপ্তরের কর্মকর্তা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু সাঈদের প্রেস রিলিজ থেকে জানা যায়, উপজেলা পাহাড়ী অঞ্চলে বনের ভেতরে দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু লোক পরিবেশ ও মানব সমাজে ক্ষতিকর পুরোনো ব্যাটারী থেকে আগুনে পুড়িয়ে সিসা বের করে বাজার জাত করে আসছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ভেঙে দেওয়া হয় তাদের সিসা তৈরির সরঞ্জাম।

এ উপজেলা উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহাকরী পরিচালক সজীব কুমার ঘোষ, পরিদর্শক বিপ্লব কুমার সুত্রধর ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে