কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু এক গৃহবধুর উপর বর্বরোচিত, অমানবিক পাশিবিক নির্যাতন ও ঢাকার খিলক্ষেত এলাকায় দূর্গা মন্দির ও দূর্গা প্রতিমা ভাঙ্গচুরের প্রতিবাদে এবং অপরাধীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফটিকছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পহেলা জুলাই (মঙ্গলবার) বিকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি বাবু বিজয় কৃষ্ণ বৈষ্ণবের সভাপতিত্বে বিবিরহাট বাস স্টেশন সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি মাস্টার রতন কান্তি চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের মঠাধ্যক্ষ শ্রীমৎ জ্ঞানন্দ বহ্মচারী,
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শিমুল ধর, নিরঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি পৌরসভার সাবেক সভাপতি ডা. স্বপন দত্ত, সভাপতি ডা. অভি দে সুজন, সূর্যগিরি আশ্রমের সহ-সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণ,
বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি মানস চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক মাষ্টার লিটন দে, জাগো হিন্দু পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি বাবু পলাশ শীল,
সভায় বক্তারা দ্রুততম সময়ে কুমিল্লার মুরাদনগরে নারকীয় ঘটনা এবং ঢাকা খিলক্ষেত এলাকায় মন্দির ও প্রতিমা ভাঙ্গচুরের ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।