ময়মনসিংহের ত্রিশালে পানিতে ডুবে তালহা (১.৫) নামের এক দেড় বছর বয়সী শিশুর করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরি টানপাড়া তালেব মাস্টার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু তালহা ওই এলাকার হেলাল উদ্দিনের একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সবার অগোচরে তালহা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে সকাল ১০টার দিকে পুকুর থেকে উদ্ধার করে তড়িঘড়ি করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, তালহা ছিল পরিবারের একমাত্র সন্তান, তাকে হারিয়ে বাবা-মা এখন বাকরুদ্ধ।
স্থানীয় সচেতন মহল বলছে, বর্ষা মৌসুমে বাড়ির আশেপাশের জলাশয়, পুকুর ও ডোবা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন তারা।